Advertisement

ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস’র উদ্বোধন উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫১২।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিঃ এর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিঃ এর ব্যবস্থপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ কে এম সাহেদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান শাদাৎ, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ আরজু, খ.আ.ম রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিডিয়া কোঅর্ডিনেটর মোঃ সাহেদ হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার মুস্তাফিজুর রহমান সোহাগ, ব্র্যাঞ্চ ম্যানেজার সরকার মনোয়ারুল ইসলাম, ইউনির্ভাসেল মেডিকেল সার্ভিসেস এর ডেপুটি ম্যানেজার কুতুব উদ্দিন এবং এক্সিকিউটিভ এডমিন,সাংবাদিক নারায়ন চক্রবর্ত্তী প্রমুখ।

এ সময় ডাঃ আশীষ কুমার চক্রবর্তী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু হয়েছে। এটি ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর একটি সহযোগী এবং ব্রাহ্মণবাড়িয়া মালিকানাধীন প্রতিষ্ঠান। উন্নত স্বাস্থ্যসেবা প্রদান এবং গণমানুষের আস্থার একটি প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

সভায় অসুস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি’র রোগমুক্তি কামনা করা হয়।

উল্লেখ্য আগামী ৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিঃ এর কার্যক্রম উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com