৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন হয়ে পড়া ২শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

 

এনবি ডেস্ক:

করোনা ভাইরাসের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএমপি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া ২শ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পৌরশহরের ফুলবাড়িয়ায় বিএপি স্বেচ্ছাসেবকদলের সভাপতি এসএম আবুল বাশার বাড়িতে বিপাকে পড়া পরিবারগুলোর মাঝে এই সহযোগিতা প্রদান করা হয়।

এ সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে ৩ ফুট দুরুত্বে বৃত্তের ভেতর দাড়িয়ে থাকা প্রতিজনকে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ডাল ১ কেজি, সাবান ১টি, ১ লিটার তেল, পিয়াজ ২ কেজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দেয়া হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমপি স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, সদর উপজেলা বিএমপি স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাফুজুর রহমান পুস্পু, বিএমপি সদর উপজেলার সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ সাব্বির ও জুয়েল প্রমূখ।

এসময় এসএম আবুল বাশার বলেন, আমাদের এই ত্রাণ বিতরণ অব্যাহত থাবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com