৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে কাউতলী থেকে মেড্ডা দীর্ঘ পর্যন্ত মানববন্ধন

মোঃ রাসেল আহমেদ, এনবি ডেস্কঃ

প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরে। নজিরবিহীন এই মানববন্ধনের কারণে থমকে দাড়ায় শহরের জীবন যাত্রা। মেড্ডা বাসস্ট্যান্ড থেকে কাউতলী মোড় পর্যন্ত ২ কিলোমিটার ব্যাপী মানববন্ধনে অংশগ্রহন করে বিভিন্ন মাদ্রসার কয়েক হাজার শিক্ষার্থী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ

সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকেই দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মিছিল নিয়ে মানববন্ধনে আসে তারা। কাদিয়ানীদের কার্যক্রম নিষিদ্ধ ও রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষনার দাবী ও সম্প্রতি শহরের কান্দিপাড়ায় মাদ্রাসা ছাত্রদের উপর হামলাকারী কাদিয়ানীদের গ্রেফতারর দাবীতে এদারায়ে তালিমিয়া, ইসলামী ছাত্র খেলাফতসহ তাওহিদী মুসলিম জনতার উদ্যোগে এ মানববন্ধন কর্মমূচী পালিত হয়।

মানববন্ধনকালে শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকেও নেয়া হয় বিশেষ সতর্কতা। প্রেসক্লাবের সামনে মানবন্ধনকারীদের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন আল্লামা সাজিদুর রহমান, মুফতী মোবারক উল্লাহ, মুফতী আব্দুর রহিম কাশেমী, মুফতী এনামুল হাসান, মুফতী কেফায়েত উল্লাহ, মুফতী বেলায়েত উল্লাহ, মুফতী মারুফ কাশেমী, মুফতী নোমান হাবিবি, মুফতী আব্দুল হক, মুফতী আশরাফুল ইসলাম বিল্লাল, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা বোরহান উদ্দিন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, এসব দাবী বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার প্রতি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন। বক্তব্য শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন দারুল উলুম আরকাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা সাজিদুর রহমান।

পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। মানবন্ধনের কারণে জেলার ৩শতাধিক কওমী মাদ্রসা বন্ধ রাখা হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com