১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

শ্যালিকাকে ধর্ষেণের পর হত্যা সেই দুলাভাই গ্রেপ্তার

এনবি প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় শ্যালিকাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত দুলাভাই নাঈম ইসলামকে (২৭) আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুন) ভোরে সদর উপজেলার অষ্টগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাঈম শালগাঁও এলাকার মৃত বসু মিয়ার ছেলে।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার রেজাউল কবির  জানান, নিহত তামান্না আক্তারের মায়ের দেয়া অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে নাঈমের মামার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, মামলার তদন্ত কার্যক্রম চলছে। ডিএনএ পরীক্ষার পর নাঈমের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ দেওয়া যাবে।

গত বৃহস্পতিবার (২০ জুন) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাঈম ইসলামের বাড়ি থেকে তামান্না আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com