Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ওএমএস’র তালিকায় আওয়ামীলীগ নেতার পরিবারের ১২ সদস্যের নাম

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০১৭।

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল (ওএমএস) ক্রয়ের উপকারভোগীদের তালিকায় রয়েছে জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহআলমের স্ত্রী, কন্যা, ভাই, বোন, শ্যালকসহ পরিবার ও নিকটাত্মীয়দের ১২জনের নাম। বিষয়টি জানাজানি হওয়ার পর শহরে তোলপাড় শুরু হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি তাঁরা জেনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্ট কাউন্সিলর বলছেন, তিনি কোনো ভুল করেন নি। আওয়ামী লীগ নেতা জানান, তিনি ও নাম দেয়া পরিবারের অন্য সদস্যরাও গরীব। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভিক্ষুক ও ভবঘুরেসহ হতদরিদ্র এবং নিন্ম আয়ের মানুষ, যারা কোনো সামাজিক নিরাপত্তা বেষ্টনির অর্ন্তভূক্ত নয় তাদের জন্য বিশেষ ওএমএস সুবিধা চালু করা হয়েছে।

এই সুবিধায় একজন ওএমএস কার্ডধারী প্রতি মাসে ১০ টাকা কেজি দরে ২০ কেজি করে চাল পাবেন। সেজন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এলাকায় ৯,৬০০ জনকে দেয়া হচ্ছে ওএমএস কার্ড। কার্ডের জন্য প্রথম দফায় প্রতিটি ওয়ার্ডে ৫০০ জনের তালিকা তৈরি করা হয়। ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এই তালিকা করা হয়। প্রথম দফার তালিকা অনুযায়ী ইতোমধ্যে ১০ টাকা কেজি দরে ২০ কেজি করে চাল ইতিমধ্যেই দেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর সভার ১০ নং ওয়ার্ডের বাসিন্দা, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির পরিচালক ও জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি মোঃ শাহ আলম তার স্ত্রী, মেয়ে, শ্যালক, শ্যালকের স্ত্রী, ভাই, বোন, বোনের দেবরসহ তার পরিবার ও নিকটাত্মীয় ১২ জনের নাম তুলেছেন ওএমএস কার্ডের তালিকায়। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের ওএমএস তালিকা থেকে জানা গেছে, পৌরসভার ১০ নং ওয়ার্ডের ওএমএস কার্ডের তালিকায় ১২ নম্বরে রয়েছে মোঃ শাহআলমের কন্যা আফরোজা ও ১৬ নম্বরে তার স্ত্রী মোছাম্মৎ মমতাজ আলমের নাম।

শাহআলমের তিন ভাই বোন মোঃ সেলিম, মোঃ আলমগীর ও শামসুন্নাহারের নাম রয়েছে ৮, ৯ ও ২৭ নম্বরে। অপর ভাই খোরশেদ মিয়ার প্রবাসী ছেলে নাছিরের নাম রয়েছে ৭ নম্বরে, ৩ নম্বরে রয়েছে শ্যালক মোঃ তাজুল ইসলাম, ৫ নম্বরে তাজুল ইসলামের স্ত্রী আসমা ইসলাম, আরেক শ্যালক প্রবাসী শফিকুল ইসলামের নামও রয়েছে তালিকার ১৩ নম্বরে এবং ১০ নম্বরে রয়েছে অপর শ্যালকের স্ত্রী মোছাম্মৎ জান্নাতুল ইসলামের নাম। শাহআলমের বোন শামসুন্নাহারের তিন দেবর মতিউর রহমান, মাহবুবুর রহমান ও লুৎফুর রহমানের নাম রয়েছে তালিকার ৭২, ৭৩ ও ৭৪ নম্বর ক্রমিকে। ধনাঢ্য পরিবারের সন্তান শাহ আলম গরীবের ওএমএস কার্ডে স্ত্রী-সন্তানসহ নিকটাত্মীয় ১২জনের নাম তোলায় সমালোচনার ঝড় বইছে সর্বত্র। এ ঘটনায় সরকার যে সুবিধা দিচ্ছে সেটি থেকে গরীব-অসহায়রা বঞ্চিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। জেলা আওয়ামীলীগ নেতা মোঃ শাহআলম নিজে পৌর সভার ১০ নং ওয়ার্ডের ওএমএস ডিলার।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন, যাদেরকে তালিকা করার দায়িত্ব দেয়া হয়েছে তারা যদি প্রকৃতদের এড়িয়ে তাদের পছন্দের লোকদের নাম দেন সেটি তো ঠিক না। এতে করে যে উদ্দেশ্যে সরকার যাদের জন্য এই সুবিধা দিচ্ছে সেটি তারা পাবে না।

এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মোঃ শাহআলম সাংবাদিকদের বলেন, ‘আমাকে বলা হয়েছে মহল্লার হতদরিদ্র ও নিন্ম মধ্যবিত্ত যারা আছেন তাদের তালিকা করতে। এই তালিকা কাউন্সিলরের কাছে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বচ্ছভাবে চলতে গেলে গরীব থাকতে হয়। আমিও গরীব। পৈতৃক টাকায় বিল্ডিং করেছি। এখন আমি ২২ লাখ টাকা ঋণ আছি। আমার মেয়ের জামাইও বেকার। এমন চিন্তা করেই নাম দিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে দেখুক।

এ ব্যাপারে পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মাকবুল হোসেন বলেন, এ বিষয়ে আমি সৎ পথে রয়েছি। জানামতে কোনো ভুল করিনি। যাচাই-বাছাই করেই নাম দেয়া হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, ওএমএস কার্ডের তালিকায় সামর্থ্যবানদের নাম ওঠার বিষয়টি আমরা জানতে পেরেছি। তালিকা যাচাই-বাছাই করে সামর্থ্যবান যাদের পাওয়া যাচ্ছে তাদের বাদ দেয়ার জন্য আমরা পৌরসভা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। ইতোমধ্যে ওএমএস কমিটির সভায় ৯১ জন সামর্থ্যবান ভোক্তাকে চিহ্নিত করে তাদেরকে তালিকা থেকে বাদ দেয়ার জন্য পৌরসভা কর্তৃপক্ষকে বলা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির বলেন, ‘তালিকায় আওয়ামী লীগ নেতার পরিবার ও স্বজনদের নাম উঠার বিষয়টি আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ- দৌলা-খান বলেন, ইতোমধ্যে পৌরসভার মাধ্যমে ওএমএস এর ৬ হাজার কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে-৭ জন, ৩ নম্বর ওয়ার্ডে-১ জন, ৪ নম্বর ওয়ার্ডে -৮ জন, ৫ নম্বর ওয়ার্ডে -২ জন, ৭ নম্বর ওয়ার্ডে -২৪ জন, ৮ নম্বর ওয়ার্ডে -৬ জন, ৯নম্বর ওয়ার্ডে -২ জন, ১০ নম্বর ওয়ার্ডে- ২২জন ও ১২ নম্বর ওয়ার্ডে -১৯ জন সহ মোট ৯১ জন সামর্থবান ব্যক্তির নাম এসেছে। তিনি বলেন, মোঃ শাহআলম কাউতলী এলাকার ওএমএস ডিলার।

বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা তাকে শোকজ করেছি। দুই দিনের মধ্যে তাকে এ ব্যাপারে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com