১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিএনপির সমাবেশ

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে শহরের পাওয়ার হাউস রোড়ে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া প্রতিমাসে দেশ থেকে ৬৫ হাজার কোটি টাকা বিদেশে পচার হবার তথ্য তুলে ধরে বলেন, প্রথমে পদ্মা সেতুর বাজেট ছিল সাত হাজার কোটি টাকা। আজকে পদ্মা সেতুর বাজেট কত তা দেশের মানুষের জানা নেই।

সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পদক সিরাজুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com