১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

নানা আয়োজনে আশুগঞ্জে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশুগঞ্জ প্রতিনিধি:

 

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ম্যুাড়ালে শ্রদ্ধা নিবেদন, আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত  বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে আশুগঞ্জ কাচারী বিথীকায় বঙ্গবন্ধু ম্যুাড়ালে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

পরে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে আশুগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

পরে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। সভায় আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিফাদ শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিছুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোবারক আলী চেীধুরী, এস.এম তোফায়েল আলী রুবেল শিকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহিন শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ফরহাদ, ছাত্রলীগ নেতা মঈম শিকদার, যুবলীগ নেতা মনির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মিকাঈল হিমেল, জেলা ছাত্রলীগ নেতা রাশেদ, রাসেল, রিয়াদ, আফ্রিদি, তোফায়েল, সোহান,

আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সালেকিন মিম, রফিকুল ইসলাম রাব্বি, হান্নান শিকদার, সদস্য সানি, বিজয়, সাহারান, রিফাদ, শাকিল শিকদার, আনন্দ, অপু, আরমান, ফিরোজ মিয়া সরকারি কলেজের ছাত্রলীগ নেতা ইফরান, এনএস রিদয়, আমিনুল ইসলাম আমিন, মিনহাজ, হৃদয়, উদয় সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা সজিবুর রহমান।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com