১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

আবরার হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সনাকের মানববন্ধন

মোঃ রাসেল আহাম্মেদ, এনবি ডেস্ক:

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

মঙ্গলবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি আবদুন নূর, সনাক সদস্য মোহাম্মদ আরজু, সনাক সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন, সনাক সদস্য ডাঃ মেসবাহ উদ্দিন চৌধুরী, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ ওবায়েদুল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবরার হত্যাকান্ড পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। জাতিসংঘ এই হত্যাকান্ডের নিন্দা জানিয়েছে। প্রধানমন্ত্রীর সাথে আবরারের পরিবার সাক্ষাত করেছে। প্রধানমন্ত্রী মামলার দ্রুত নিষ্পত্তি করার জন্য আইন মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন।

বক্তারা এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তারা যেন আইনের ফাঁক ফোকড় দিয়ে বের হতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য আহবান জানান। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com