১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

ইজিবাইকের চাপায় প্রথম শ্রেণীর ছাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারীচালিত ইজিবাইকের চাপায় তানহা নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানহা ওই গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে তানহা তার সহপাঠিদের নিয়ে প্রতিবেশীর একটি ইজিবাইকে করে ঘুরে বেড়ানোর সময় চলন্ত ইজিবাইক থেকে নিচে পড়ে যায় এবং ইজিবাইকের চাপায় পিষ্ট হয়ে আহত হয়।
আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com