১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।  শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিনঁ সঙ্গীতাঙ্গণে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর উদ্যোগে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।
লায়ন্স ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এ.টি.এম ফয়জুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিবন্ধীদের নিয়ে মূল আলোচনা করেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক গর্ভনর আনিসুর রহমান।

প্রতিবন্ধীদের সেবায় আমরা “এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মোঃ আবু সাঈদ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ, প্রেসক্লাবের সভাপতি সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম প্রমুখ। অনুষ্ঠানে ১৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com