Advertisement

পুলিশ লাইনে হামলার প্রধান আসামি গ্রেফতার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৩৫।

স্টাফ রিপোর্টার:

হেফাজতে ইসলামের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে হামলা মামলার প্রধান আসামি হাসমত খন্দকারকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার ঘাটুরা গ্রামের মিজানুর রহমানের ছেলে। হাসমত জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. ইশতিয়াক আহমেদ বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাসমতকে গ্রেফতার করা হয়। তিনি পুলিশ লাইনে হামলার মূল পরিকল্পনাকারী। তার নির্দেশে সেদিন হামলা চালানো হয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতাল চলাকালে জেলা পুলিশ লাইনে হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৪ এপ্রিল পুলিশ লাইনের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সৈয়দ এমদাদুল হক বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০০-৮০০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। ওই হামলায় পুলিশ লাইনের সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয় বলে মামলার এজাহারে উল্লে­খ করা হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com