১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

 কসবায় ১২ ঘন্টার অভিযানে  ১৭ জনকে আটক করেছে পুলিশ

এনবি সংবাদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ১২ ঘণ্টার মাদক বিরোধী অভিযানে ১৫ মাদক ব্যবসায়ীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা এবং বাকি ২ জনের বিরুদ্ধে অন্যান্য মামলা হয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ আবদুল মালেক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযানে নেমেছে কসবা থানা পুলিশ। মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে মাদক ব্যবসায়ীদের সকল আস্তানা গুড়িয়ে দেয়া হবে।

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com