স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে টাকা চাওয়াকে কেন্দ্র করে পুত্রের ছুরিকাঘাতে পিতা নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নেন দেওড়া পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মগুল হোসেন (৫০) জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নেন দেওড়া পশ্চিম পাড়া এলাকায় গোলাম নবীর ছেলে। সে প্রবাসি ছিলেন।
ঘটনার পর মগুল হোসেনের ঘাতক পুত্র মো. মনির হোসেন (২৮) পলাতক রয়েছেন।
এ ব্যাপারে সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন, মগুল হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিলেন। গত মাস খানেক আগে সে দেশে আসেন। তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মনির সবার বড়। মনির কোন কাজ না করে বেকার ঘুরাঘুরি করত। বেকার হওয়ায় বিভিন্ন দোকানে ও মানুষের কাছ থেকে অনেক ধার দেনা করে চলতেন। এ নিয়ে অনেক দিন ধরে তাদের পারিবারিক কলহ চলে আসছিলো। সব সময় পিতার কাছ থেকে টাকা নিয়েই চলতেন মনির।
আজ সকালে মনির তার পিতার কাছে আবার টাকা চান। পিতা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পিতা পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে পিতাকে আঘাত করেন ঘাতক পুত্র মনির। পরে স্হানিয়রা পিতা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্ঘে রাখা আছে। ঘাতক ছেলেকে আটকের চেষ্টা চলছে।