স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫৬ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাসহ মোশারফ হোসেন- (২৫) ও আলমগীর-(২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। এ সময় মাদক বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
বুধবার দুপুরে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহাবাজপুর ব্রীজের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাগবাড়ি এলাকার আব্দুল আউয়ালের ছেলে এবং মোঃ আলমগীর কুড়িগ্রাম জেলার কুটিনগর গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাব সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।