স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামে গতকাল মঙ্গলবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে এবং মিতালীর সহায়তায় পিফরডি (প্লাটফরমস্ ফর ডায়লগ) প্রকল্পের আওতায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দেওড়া গ্রামের মিতালী কার্যালয় সংলগ্ন মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহবুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের জেলা সহায়ক মোঃ ইউনুছ আলী, মিতালী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, প্রভাতি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আর এ কে শাহিন।
দিনব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্পে দেড় শতাধিক রোগীর চিকিৎসা করেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আনাস ইবনে মালেক ও ডাঃ লিটন খন্দকার। চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীকে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।