স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৫জন আহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার উচালিয়াপাড়া ও নিজ সরাইল গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় থানায় কোনো মামলা হয় নি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিজ সরাইল গ্রামের মোঃ আরিফের বোন হ্যাপি আক্তার তাঁর বাবার হিস্যা থেকে আট শতাংশ জায়গা উচালিয়াপাড়ার আলমগীরের কাছে বিক্রি করেন।
তবে আরিফ ও তাঁর স্ত্রী পাখি আক্তারের দাবি হ্যাপি এতো বেশি জায়গার মালিক নন। সম্প্রতি আলমগীর তার কেনা জায়গায় ঘর তুলেন। এ ঘটনার জের ধরে রোববার বিকেলে আরিফের পক্ষের লোকজন ওই ঘর ভাঙ্গতে গেলে সংঘর্ষ হয়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন টিটু সন্ধ্যায় জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কোনো পক্ষ মামলা দিতে চাইলে তা নেয়া হবে। তিনি জানান, জমির বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে আরেকটি মামলা চলমান।