Advertisement

সরাইলে প্রতি পক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৫৯।

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক (লকেট মেম্বার) (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের প্রাত: বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের বেপারী পাড়ার মৃত চমক বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ঈদের সময় শাহআলম মেম্বারের দুই ভাইকে লকেট মেম্বারের লোকজন হামলা করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যায় সরাইল প্রাতঃ বাজার এলাকায় শাহআল মেম্বারের লোকজন ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন টিটু জানান, এ ঘটনায় নান্নু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com