স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ এবং সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৯ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, দায়িত্বশীল শিক্ষক, মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ মোট ১৪টি ইভেন্টে বিজয়ী ৬১ জনকে পুরষ্কার ও সনদপত্র দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া, সরাইল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে ২৯ টি ক্যাটাগরিতে মোট ৫০ জন শিক্ষার্থী ও ১১ জন শিক্ষককে পুরস্কার প্রদান করা হয়েছে।