Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় আবৃত্তি শিল্পী মনির হোসেনকে সংবর্ধনা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১২৭।

মোঃ আশিকুল ইসলাম রনি, এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক আবৃত্তিশিল্পী মোঃ মনির হোসেন দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর। তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক বাছির দুলালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

বক্তব্য রাখেন সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার সাধারণ সম্পাদক মনজুরুল আলম, নারী সংগঠক নন্দিতা গুহ, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. লোকমান হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক আবদুন নূর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, শিক্ষাবিদ অধ্যক্ষ সোপানুল ইসলাম, শিশু নাট্যম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু, নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব অ্যাডঃ নাসির মিয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।

অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী মোঃ মনির হোসেনকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com