ব্রাহ্মণবাড়িয়ার সকল ক্রিকেটার, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি ম্যাসেজটি একটু কষ্ট করে পড়ুন ও অন্যদের শেয়ার করুন। ১৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার অনুর্ধ্ব-১৪,১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড় বাছাই নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চট্রগ্রাম বিভাগীয় কোচ এর তত্বাবধানে অনুষ্ঠিত হবে।
আগ্রহী খেলোয়াড়দের ১কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্মনিবন্ধন, পিএসসি, জেএসসি, এসএসসি সার্টিফিকেট এর অরিজিনাল কপি ও ফটোকপি সাথে নিয়ে আসতে হবে। প্রত্যেক নতুন,পুরাতন খেলোয়াড়কে অভিভাবক ও সরঞ্জাম সাথে নিয়ে, ক্রিকেট পোশাক পড়ে ৫০(পঞ্চাশ) টাকা (অফেরতযোগ্য) রেজিস্ট্রেশন ফি প্রদান করে বাছাইয়ে অংশগ্রহণ করতে হবে।
১ – ৯ – ২০০৫ বা এরপর জন্মগ্রহণকারী অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলের বাছাইয়ে অংশগ্রহণ করতে পারবে।
১ – ৯ – ২০০৩ বা এরপর জন্মগ্রহণকারী অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের বাছাইয়ে অংশ গ্রহণ করতে পারবে।
১ – ৯ -২০০১ বা এরপর জন্মগ্রহণকারী অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের বাছাইয়ে অংশ গ্রহণ করতে পারবে।
(বিঃদ্রঃ পূর্বে যারা দুইবার অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের মেডিকেল করেছে অথবা নকল কাগজপত্র নিয়ে যারা আসবে তাহারা এই বাছাইয়ে অংশগ্রহণ করতে পারবেনা। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
উপরে উল্লেখিত তত্বের বাহিরে অন্য কিছু জানার প্রয়োজন হলে ০১৭১২-৭৩২৬১৩। অথবা ফেইসবুকে জানতে চাইলে ও উত্তর দেয়া হবে।