Advertisement

আওয়ামীলীগ সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন – আইনমন্ত্রী

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩৪৪।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়া কসবায় ১নং মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) উপজেলার চারগাছ এন.আই ভুইয়া ডিগ্রী কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী এড. আনিসুল হক। সভাপতিত্ব করেন মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ আলম।

এসময় তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে ডিসেম্বরে অথবা আগামী বছরের ৩০ জানুয়ারির আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কারো কোন সন্দেহ থাকা উচিত না। নির্বাচন হবে বর্তমান সরকারের থাকা অবস্থাতেই। অন্য কোন তত্বাবধায়ক সরকার আসবে না। সুপ্রীম কোর্টের রায়ে সংবিধান অনুযায়ী তত্বাবধায়ক সরকার অবৈধ। তাই তত্বাবধায়ক সরকার বলে আর কোন সরকার আসবে না।

আইনমন্ত্রী আরো বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই মানুষের এই কষ্ট কমিয়ে আনা হবে। তবে বৈশ্বিক দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, কোন সিন্ডিকেট যাতে তার সুযোগ নিতে না পারে সেজন্য সরকার সজাগ রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম.জি হাক্কানীসহ দলীয় নেতাকর্মী।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com