নাসিরনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট(আইইডিসিআর) থেকে পাঠানো রির্পোটে ওই কর্মচারী ওটি বয়ের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।
এ ঘটনায় করোনা আক্রান্ত ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আইসোলেশনে পাঠানোর প্রস্তুতি চলছে। এবং পাশাপাশি তার রুমে অবস্থান করা ৩ জন অন্যান্য কর্মচারীদের প্রতিষ্ঠানি হোম কোয়ারেন্টাইনে থাকার থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, রোববার দুপুর পর্যন্ত আমাদের হাতে আসা রিপোর্টগুলোর মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে।