এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। মাসব্যাপী“জাতীয় ইদুঁর নিধন অভিযান-২০১৯” উপলক্ষে আজ বুধবার উপজেলা সদরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় কৃষকদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব চত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় করের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে উয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম,প্রধান শিক্ষক আবদুর রহিম ও প্রেসক্লাব সভাপতি সুজিত চক্রবর্তী প্রমূখ।
অন্যদিকে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে “আমাদের কর্মই আমাদের ভবিষৎ,পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী ”এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।