নাসিরনগর সংবাদদাতা :
করোনা ভ্ইারাসকে গুরুত্ব দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গরীব,দুস্থ,অসহায় ও নিন্ম আয়ের লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের মহিলা সদস্য শাহিনা আক্তার খানম রেবা।
শুক্রবার বিকালে স্থানীয় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মাঠে জেলা পরিষদের পক্ষ থেকে নিম্ন আয়ের অসহায় মানুষের মধ্যে আটা, ডাল, তেল,চিনি ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শাহ আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে মহিলা সদস্য শাহিনা আক্তার খানম বলেন করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন,নিরাপদে থাকুন,নিজে বাচুন,পরিবারকে বাঁচান এবং সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।