এনবি ডেস্ক:
ব্যাপক উৎসাহ-উদীপনার মধ্যে দিয়ে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর সভার ১২টি কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে চলে ভোট গ্রহণ। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্ধতা করেন ১১জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৩ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে ১৪ জন। নির্বাচনে ৬৭২৫ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিব শংকর দাস (নৌকা।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মাঈনুদ্দিন মাঈনু ( মোবাইল ফোন) পেয়েছেন ৪২২০ ভোট, অপর প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ বশির আহমেদ সরকার পলাশ (কম্পিউটার) পেয়েছেন ৩৭৫১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী হাজী মোঃ শাহাব উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ২১৬৮ ভোট।
রাত ৮টায় ভোট গননা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান মেয়র পদে অ্যাডভোকেট শিব শংকর দাসকে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেন। এদিকে ভোট গ্রহণ চলাকালে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, নবীনগর উপজেলা নির্বাহী (ইউএনও) মোহাম্মদ মাসুমসহ সংশ্লিষ্টরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভার এটা দ্বিতীয় নির্বাচন।