স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার রতনপুর গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে সজীব মিয়া (৪০) ও নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের বাবর আলীর ছেলে হোসেন মিয়া।
বৃহস্পতিবার দুপুরে নবীনগর থানা পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, রতনপুর গ্রামের পূর্বপাড়ার জনৈক হাওলাদারের পুকুর পাড়ে বাঁশ বাগানের কাছে সুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুজনের মাথায় কোপের আঘাত রয়েছে।
অপর দিকে বুধবার রাতে ভোলাচং গ্রামে শ্বাশুড়ির পাতিলের আঘাতে আহত হোসেন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে হোসেন মিয়ার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।