এনবি ডেস্ক প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শফিকুল ইসলামের সমর্থকরা নিজেই নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হয়রানীর শিকার ভুক্তভোগীরা। শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার বীরগাঁও ইউনিয়নের উত্তরপাড়ায় (দাসকান্দি) স্থানীয় দারোগা বাড়ি গোষ্ঠির লোকজন এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে দারোগা বাড়ি গোষ্ঠির পক্ষে লিখিত বক্তব্য রাখেন মো. শাকিল। প্রতিপক্ষকে হয়রানী করার জন্য বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শফিকুল ইসলামের নিজেই বাড়িতে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন তিনি। শাকিল বলেন, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে উত্তরপাড়া মহল্লার খেলার মাঠে দারোগা বাড়ি গোষ্ঠির ছোট ছেলেরা ফুটবল খেলছিল। পরে শফিকুল ইসলাম গোষ্ঠির বড় ছেলেরা গিয়ে খেলায় বাধা দেয়। এ নিয়ে দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষ বাধে। পরবর্তীতে ১ অক্টোবর আমরা থানায় মামলা করি।
তিনি আরও বলেন, আমরা মামলা করার পর আমাদের ফাঁসানোর জন্য শফিকুল ইসলামের সমর্থকরা নিজেই নিজেদের একটি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পরে এ ঘটনায় থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা না নেয়ায় আদালতে গিয়ে মামলা দায়ের করেছে। এলাকায় এমন কোনো অপকর্ম নেই যা শফিকুল ইসলাম করেন না। তিনি নিজেই নিজের লোককে খুন করে আমাদের ফাঁসাতে পারেন বলে আমরা আতঙ্কে আছি। আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও দারোগা বাড়ি গোষ্ঠির মুরুব্বি সিরাজু ইসলাম। পরে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা।