মোঃ রাসেল আহাম্মেদ,এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মো: রাসেল মিয়া (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কাইয়েমপুর পশ্চিম পাড়া এলাকায় শ্বশুড় বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাসেল একই এলাকার মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো রাসেলের স্ত্রী ফাতেমা, শ্বশুড় ওয়াদুদ মিয়া, শ্যালক রুবেল ও তার বড় ভাইয়ের স্ত্রী রহিমা।
রাসেলের পরিবারের দাবী, বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুড় বাড়ির লোকজনের সাথে রাসেলের মতবিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে সে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। আজ সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (তদন্ত) মোঃ আরশাদুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।