স্টাফ রিপোর্টার:
সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোকান খোলা রাখার দায়ে ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসিবা খান।
আজ (২৭ জুলাই) মঙ্গলবার দিনব্যাপী উপজেলার খাড়েরা, কুটি আর পৌরসুপার মার্কেটের ৫ জনকে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৫টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও লকডাউন ও বিধিনিষেধ মানাতে জনসচেতনতা বৃদ্ধিকল্পে প্রতিদিনের ন্যায় আজও প্রচার প্রচারণা চালিয়েছেন। এসময় পথচারিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারি কমিশনার ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসিবা খান। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে পুলিশ ও আনসারসহ আইন-শৃংখলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।