এনবি ডেক্স:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদর পুরাতন বাজারে বুবি নামের ফলটি ব্যাপক চাহিদা থাকায় বিক্রি হচ্ছে দেদারছে। সিলেটে বুবি নামে পরিচিত এই ফলটির গ্রামগঞ্জে এর প্রকৃত নাম লটকন। গ্রামগঞ্জে লটকন নামে সব মানুষের কাছে সুপরিচিত।
গরমের দিনে এর চাহিদা বেশী বলে দোকানিরা জানান। ক্রেতাদের চাহিদার ফলে এই ফলটি প্রতি কেজি ১০০ থেকে ১১০টাকা বিক্রি করছেন দোকানীরা। কসবা পুরাতন বাজার রাস্তার পাশে দোকানীরা এই লটকন ফল বিক্রি করছেন বিক্রেতারা।
কসবা পুরাতন বাজার দোকানী হারুন মিয়া জানান,প্রতিদিন ৯০/১০০ কেজি লটকন ফল বিক্রি করে সংসার ভালোভাবে চালাচ্ছেন। কসবায় এখন লটকন ফলের চাহিদা থাকায় বিক্রেতারা বেশ লাভবান বলে দোকানীরা জানান।