আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যের বালাসোরে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৩৮ ছাড়িয়েছে৷
শুক্রবার (২জুন) সন্ধ্যা সাতটার দিকে বালেশ্বরের বাহানগরের কাছে করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ও এক মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ শতাধিক আহত বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা নাগাদ এ দুর্ঘটনাটি ঘটে। তিন ট্রেনের সংঘর্ষে আহতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সেই সাথে উদ্ধারকাজে সকল ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে ট্রেন দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে খোঁজ নিতে ঘটনাস্থলে গেছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের তিন সদস্যের একটি টিম। বাংলাদেশ উপ-হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দুই-একজন আহত হওয়ার খবর শোনা গেলেও সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনাটি হয়েছিল ১৯৮১ সালে। সেবার ঘূর্ণিঝড়ের শিকার হয়ে বিহারের একটি যাত্রীবাহী ট্রেন নদীতে পড়ে গিয়েছিল। এতে ৮০০ মানুষ নিহত হয়েছিলেন।