ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতের শিকার হয়ে মোঃ সাগর মিয়া-(২৪) নামে এক যুবক খুন হয়েছেন। গত সোমবার রাতে জেলা সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাগর পৌর এলাকার সরকার পাড়ার রতন মিয়ার ছেলে। জেলা সদর হাসপাতালে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। এ ঘটনায় পুলিশ ৬জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
চাচাতো বোন মণির স্বামী জসিম মিয়ার লোকজনের হামলায় সাগর নিহত হন বলে অভিযোগ করা হয়েছে। জসিমের পরকীয়ার ঘটনা তার স্ত্রী মণি হাতেনাতে ধরার খবর পেয়ে সাগর ঘটনাস্থলে আসলে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরো চারজন আহত হন।
পুলিশ জানায়, পৌর এলাকার কাজীপাড়ার বেপারীপাড়ার জসিম উদ্দিনের সাথে একই এলাকার মনি আক্তার পপির পাঁচ বছর আগে বিয়ে হয়। জসিম একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। চাকরির সুবাদে আরেকটি হাসপাতালে চাকরি করা এক মেয়ের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার রাতে ওই মেয়েকে নিয়ে জসিম শহরের কোর্ট রোডের একটি বিপণী বিতানের সামনে ঘুরাঘুরি করার খবর পেয়ে মণি তার স্বজনদের নিয়ে আসেন। এ সময় জসিমের স্বজনদের হামলার শিকার হন তারা।