Advertisement

অষ্টগ্রাম বাজার ইসলামীয়া ও হাফেজীয়া মাদ্রারাসার ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১৪৮।

 

মোঃ রাসেল আহম্মেদ,এনবি ডেস্ক:

ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম বাজার ইসলামীয়া ও হাফেজীয়া মাদ্রারাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মাদ্রাসা মাঠে আজ ২ ফেব্রুয়ারি রোববার বিকাল থেকে শুরু হওয়া মাহফিল শেষ হবে ৪ ফেব্রুয়ারি। মাহফিল কে কেন্দ্র করে ব্যস্তসময় পারা করছে মাদ্রারাসার কতৃপক্ষরা।

৩ দিন ব্যাপী এই মাহফিলে শায়খুল হাদিস ও ছদরে আলা জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার আল্লামা আশেকে এলাহী এর সভাপত্বিতে প্রধান অতিথি থাকবেন, হক্কানী জগতের শুভ্র তারকা, মুফাচ্ছেরে কোরআন ঢাকা থেকে আগত খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত হাদিস বিশারদ নাদিরুল মুনাচ্ছেফ আল্লামা সাজিদুর রহমান, কাতিবুল ওয়াকিফ আল্লামা মোবারক উল্লাহ, খতিবে বাঙ্গাল আন্তর্জাতিক বক্তা আল্লামা জুনায়েদ আল-হাবিব। এছাড়াও আরো উপস্থিত থাকবেন আল্লামা মুফতি শামছুল হক , আল্লামা আঃ রহিম প্রমুখ।

মাহফিল পরিচালনা করবেন মুফতি আশাফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসার মোহতামিম মোওঃ ক্বারী বোরহান উদ্দিন ।

শেষ দিন দেশ ও জাতির কল্যাণ ও কবরবাসী রুহের মাগফীরাত কামনায় আখিরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com