স্টাফ রিপোর্টার:
নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে জনসচেতনতামূলক পদক্ষেপ। এরই অংশ হিসেবে রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এই প্রচার প্রচারণ চালায়।
এ সময় খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টিম বিশ্বরোড, সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন পরিবহনের চালক, যাত্রী ও পথচারী মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করেন এবং সচেতনতামূলক প্রচারণা চালান। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ সাখাওয়াত হোসেন জানান, করোনার সংত্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মহাসড়কের বিভিন্ন স্পটে বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়েছে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২ হাজার ৮শ ৭৯ জনের করোনা সনাক্ত হয়েছে এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৭শ ৫৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৮।