ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘর তিতাস নদীতে অষ্টমী তিথিতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় বাংলা পুঞ্জিকা অনুযায়ী ১৪ বৈশাখ অষ্টমী তিথিতে ভাদুঘর তিতাস নদীতে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।
গঙ্গাস্নানকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে ভক্তপুন্যার্থীরা ভাদুঘর তিতাস নদীর তীরে এসে সমবেত হয়। পরে তারা তিথি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে গঙ্গাস্নানে অংশ নেন। গঙ্গাস্নান শেষে অনাদি ব্রহ্মচারী, ঝুটন সাহা এবং অনিতা দেব জানান, নদীর পবিত্র জলে এই গঙ্গাস্নানের মধ্যদিয়ে পরিবারের মঙ্গল কামনার পাশপাশি দেশ জাতীর জন্যে তারা বিশেষ প্রার্থনা করেছেন।
এ দিকে ঐতিহ্যবাহী এ গঙ্গাস্নানকে কেন্দ্র করে তিতাস নদীর তীর ঘেষে বসেছে লৌকজ মেলা। মেলায় মুড়ি-চিড়া,মাঠা সহ মাটির তৈরী তৈজসপত্র, বাহারী খেলনার দোকানের পসরা নিয়ে বসেন দোকানীরা।
এদিকে গঙ্গাস্নানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, মেলায় যে কোনো ধরনের অপতৎপরতারোধ করার জন্যে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।