স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে প্রথম বিভাগ ফুটবল লীগ ২০১৯-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা খান প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করেন।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ কবীর ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন প্রথম বিভাগ ফুটবল লীগ আয়োজন কমিটির আহবায়ক মোঃ আবুল কাশেম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম চৌধুরী।
এবারের জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে ৮টি দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনী দিনে মুখোমুখী হয় বিজয়নগর উপজেলার রূপসী বাংলা ক্রীড়া চক্র বনাম সদর উপজেলার সুলতানপুর রাজা মিয়া একাদশ।