ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রোববার ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ কোর্ট প্রাঙ্গন থেকে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা জজ কোর্ট প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রকাশক হায়াত-উদ-দৌলা-খাঁন। র্যালিতে সরকারী কর্মকর্তা, আইনজীবী ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
 
			 
				 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						
