মোঃ রাসেল আহম্মেদ, এনবি ডেস্ক:
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, সিগন্যাল তার কর্তন এবং লেভেল ক্রসিং পারাপার প্রতিরোধ সংক্রান্তে বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাড়িঁর উপ-পুলিশ পরিদর্শক মোঃ সেতাফুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মোঃ জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ সোয়েব মিয়া, একুশে টেলিভিশন ও দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি, নিউজ ব্রাহ্মণবাড়িয়া ডট কমের সম্পাদক মীর মোঃ শাহীন, রেলওয়ে জামে মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমেদ প্রমুখ।
এসময় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাড়িঁর উপ-পুলিশ পরিদর্শক মোঃ সেতাফুর রহমান বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, সিগন্যাল তার কর্তন এবং লেভেল ক্রসিং পারাপার বিষয়ে আমরা সবাই বিরত ও সচেতন থাকব। যারা এই কাজটি করে তাদের কে আইনের আওতায় আনার জন্য পুলিশ কে সহযোগিতা করবেন।