Advertisement

বেশি দামে ওষুধ বিক্রি করায় কাজীপাড়া বন্যা মেডিকেল ফার্মেসিকে জরিমানা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৫৯।

এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ওষুধ বিক্রি করার দায়ে ‘বণ্যা মেডিকেল হল’নামে এক ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৭ মার্চ) রাতে সদর উপজেলার পৌরসভার কাজীপাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, ‘সারাদেশ যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে, এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী বেশি দামে ওষুধ বিক্রি করে আসছিল। শুক্রবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌরসভার কাজীপাড়া এলাকার মের্সাস বণ্যা মেডিকেল হলে অভিযান চালিয়ে হাতে-নাতে সত্যতা পাওয়ায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মের্সাস বণ্যা মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, সদর থানার এসআই সোহেল রানা উপস্থিত ছিলেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com