Advertisement

সাত সকালের আবৃত্তি অনুষ্ঠান

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০১০।

 

মোঃ রাসেল আহাম্মেদ, এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে সাত সকালের আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ  শুক্রবার ভোর সকালে শহরের লোকনাথ টেংকের পাড়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ৬ টি আবৃত্তি সংগঠন একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ।অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সাধারণ সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট হাবিবুল্লাহ, মুক্তিযোদ্ধ শামসুদ্দিন আহম্মদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি।

জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীব, অধ্যাপক মানবর্দ্ধন পাল, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক নিহার রঞ্জন সরকার, প্রবর্তক আবৃত্তি সংসদের সভাপতি আবু কাউসার।

অনুষ্ঠান সঞ্চালণা করেন প্রবর্তক আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক সোহেল আহাদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সূধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাহিত্য একডেমী, আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্র, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, প্রবর্তক আবৃত্তি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমি ও তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তিকারদের মনমোগ্ধ পরিবশেনায় পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com