Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ ছাত্রনেতাসহ ১২ জনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৭২।

 

এনবি ডেস্ক:

২০১১ সালের ৪ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার ১১ ছাত্রনেতাসহ ১২ জনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে

মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের পাশে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পসতবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে এক স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সায়ার কবির, জেলা আওয়ামীলীগের সহসভাপতি তাজ মোঃ ইয়াছিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন। পরে নিহতদের রুহের মাগফিরাত কামানা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি বিকেলে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হন ১১ ছাত্রলীগ নেতাসহ ব্রাহ্মণবাড়িয়ার ১২ জন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com