এনবি ডেস্ক:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সিরাজগঞ্জে বিএনপির উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকা বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের কলেজ পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। পরে নেতাকর্মীরা পুলিশি ব্যারিকেডের মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে সিরাজগঞ্জে বিএনপির মিছিলে হামলা ও পর্টি অফিস পুড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে, বিকেলে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে জেলা ছাত্রদলের সিনিয়ন সহ-সভপাতি আজহার হোসেন চৌধুরী দিদারকে গ্রেফতার করেছে পুলিশ।