Advertisement

লোক কবি রাধারমণ দত্ত স্মরণে, ব্রাহ্মণবাড়িয়ায় সংগীতানুষ্ঠান

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯২৭।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় বিশিষ্ট লোক কবি, মরমী সাধক রাধা রমন দত্তের স্মরণে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “তুমি চিনিয়া সঙ্গ লইও” শীর্ষক সঙ্গীতানুষ্ঠান হয়।

সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মিসেস নায়ার কবীর। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, জেলা শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম তৌছির, কবি দেওয়ান মারুফ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের পরিচালক মোঃ আবদুল মালেক।

অনুষ্ঠানে লোক কবি রাধারমন দত্তের জীবন কর্ম নিয়ে আলোচনা করেন গবেষক মানিক রতন শর্মা, গবেষক জহিরুল ইসলাম স্বপন, ফেরদৌস রহমান, কাজী আলমগীর পলাশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম শাহাজাদা, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল প্রমুখ।

আলোচনা সভা শেষে শিল্পী আলমগীর পলাশ, ফারুক আহমেদ পারুল, সোহেল রানা, মোঃ শাহজাহান, দেবাশীষ দেবু, মোঃ আসলাম, সানজিদা শারমিন ফ্লোরা, অনিন্দিতা দেব তুষি, নিবেদিতা রায়, উর্মিলা প্রিয়া, ঝরণা আক্তার সঙ্গীত পরিবেশন করেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com