স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ায় চাঁনতারা বেগম-(৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের স্বামীর ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত চাঁনতারা বেগম ওই গ্রামের খলিল মিয়ার স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য খলিল মিয়া ও তার কন্যাকে আটক করেছে। নিহত চাঁনতারা বেগম তিন সন্তানের জননী।
পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে চাঁনতারা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের কন্যা ও তার স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকান্ড। তিনি বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিহতের কন্যা ও তার স্বামীকে আটক করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।