স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রদত্ত সেবা বিষয়ক অবহিতকরণ সভা বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১ টায় দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবার উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান বলেন, সমাজসেবা অধিদপ্তর সরকারি ১৫২টি সেবার মধ্যে ৫২টি সেবা জনগনকে প্রদান করছে। ইউপি চেয়ারম্যানগণ এই সেবা সম্পর্কে জনগনকে জানাতে হবে। তিনি বলেন, যাদের কেউ নেই, তাদের জন্য আমাদের সরকার প্রধান আছেন। তিনি বলেন, সরকার বয়স্ক ও অনাথ শিশুদের কল্যানে কাজ করছে। প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করছে। সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা প্রদান করছে।
সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।