Advertisement

করোনা ভাইরাস সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮১৪।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এই সভার আয়োজন করা হয়।

এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ।

সভায় হঠাৎ করে ব্রাহ্মণবাড়িয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি এই সংক্রমণ প্রতিরোধে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা, জনসমাগম প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ করোনা ভাইরাস সংক্রান্ত জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২ হাজার ৮শ ৭৯ জনের করোনা সনাক্ত হয়েছে এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৭শ ৫৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৮।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com