এনবি প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পৌর আওয়ামীলীগের ত্রিÑবার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখণ মুক্ত মঞ্চে আয়োজিত সম্মেলণে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এতে পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মুসলিম মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, তাজ মোঃ ইয়াছিন। এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক ভুইয়াসহ জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সম্মেলণকে কেন্দ্র করে নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সম্মেলণে অংশগ্রহন করে। সম্মেলণ শেষে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের সভাপতি পদে মোঃ মুসলিম মিয়া এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলামের নাম ঘোষনা করা হয়।