Advertisement

তরুন সংস্কৃতিকর্মী খুনের প্রতিবাদে মিছিল-সমাবেশ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৭৬।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিভাবান তরুন কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে এক শোক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে বৃহস্পতিবার সকালে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক টি, এ রোড প্রদক্ষিণ শেষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এসে শেষ হয়।

পরে এখানে একটি প্রতিবাদ সমাবেশে উদীচী ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন এর সভাপতিত্বে ও বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজের আহবায়ক মনিরুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামী, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, চেতনায় স্বদেশ গ্রণন্থাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি আমির হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির যুগ্মসাধারণ সম্পাদক মমিনুল আলম বাবু, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, জেলা নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলাম পারভেজ, নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর এর সভাপতি শামীম আহমেদ, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌসুর রহমান, সাহিত্য একাডেমির সদস্য জামিনুর রহমান, কবি পঙ্কজ দেব, কবি গাজী তানভির আহমেদ, অঙ্কুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনিছুল হক রিপন, প্রবর্তক আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক সোহেল আহাদ, তিতাস সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুজন, বিক্ষুদ্ধ সংস্কৃতি সমাজের যুগ্ন আহবায়ক এরফানুল হক সুজন, ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতি সোহান মাহমুদ, বাগান বিলাসী সংগঠনের সমন্বয়ক আশিকুল ইসলাম আর টিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, সাংবাদিক প্রবীর চৌধুরী রিপন, সাংবাদিক খায়রুল হোসেন, আহসানুল রিপন, কবি নাজিউর রহমান প্রমুখ।

সভায় বক্তারা, সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তননের নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে জোড় দাবি জানান। প্রয়োজনে অন্দোলন কর্মসূচিকে আরো জোরদার করা হবে বলেও সভা থেকে জানানো হয়।

উল্লেখ্য, নিহত তনন সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিল। গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সোমবার রাতে সে মারা যায়। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছাঁয়া নেমে আসে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com