এসবি প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেছেন মেজর জেনারেল (অবঃ) জোশে মালাবালানের নেতৃত্বে ভারতীয় মিত্র বাহিনীর ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া মিত্র বাহিনীর ৯ সদস্যের প্রতিনিধি দলটি বুধবার দুপুরে জেলা সদরের গভঃ মডেল গার্লস হাই স্কুল পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ৭জন পরিবারের সদস্য রয়েছেন। এ সময় তাঁরা স্কুলের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে তাঁদের স্মৃতিচারণ করেন। প্রতিনিধি দলটি গভঃ মডেল গার্লস হাই স্কুলে পৌছলে তাদেরকে স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। পরে মিত্র বাহিনীর প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেন। এর আগে বুধবার সকালে প্রতিনিধি দলটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আসে। প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল (অবঃ) জোশে মালাবালান। এসময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জামান তাদেরকে স্বাগত জানান। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ জানান, মহান মুক্তিযুদ্ধ চলাকালে মিত্র বাহিনীর এই দলটি গভঃ মডেল গার্লস হাই স্কুলে ১৫দিন অবস্থান করেছিলেন। বিকেলে তারা ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন বলে কথা রয়েছে।