স্টাফ রিপোর্টার:
হেফাজতে ইসলামের ডাকা হরতালে বিক্ষুব্ধদের হামলায় আহত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ বেতার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা রিয়াজউদ্দিন জামি’র শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন তথ্য মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
তিনি ঢাকা থেকে মুঠোফোনে আহত জামি’র সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বিষয়ে অবগত হন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও তথ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় কার্যকরী ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন।
এদিকে রিয়াজউদ্দিন জামি’র শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এ.কে.এম খালিদ। বুধবার বিকালে হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শনে এসে মুঠোফোনে তার খোঁজখবর নেন। এ সময় তিনি জামি’র স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।